ঝিকরগাছা যশোর প্রতিনিধি- যশোরের ঝিকরগাছায় হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (১২ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা গরু হাট মাঠে এই বিতরণ অনুষ্ঠিত হয়। ঝিকরগাছাপ্রচেষ্টা উন্নয়ন সংস্থা( পিএসডি ও )ঝিকরগাছা উদ্যোগে এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকায় প্রত্যেককে দুটি করে মায়া ছাগল বিতরণ করা হয়েছে। এসময় ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজবাহ উদ্দিন, একাডেমি সুপারভাইজার ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান। ঝিকরগাছা উপজেলারপ্রচেষ্টা উন্নয়ন সংস্থা (পিএসডিওর ) নির্বাহী পরিচালক নুরুল আমিন মুকুল। মোট৩০ জনের মধ্যে ৬০টি ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উপকার ভোগীদের মধ্য থেকে সাবিনা খাতুন, রফিকুল ইসলাম, ও রোকিয়া বেগমের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা জানান আমরা এই ছাগল পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। এই ছাগল লালন-পালন করে সংসার চালানো সহ ছেলেমেয়েদের লেখাপড়া ভালোভাবে করাতে পারবো বলে মনে করি। এই সংস্থার কার্যক্রম অব্যাহত থাকুক আমরা এই কামনা করি।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.