ঝিকরগাছা যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ভ্যানচালক মাসুম বিল্লাহ ওরফে মাসুদ রানা (১৯) নির্মম হত্যাকাণ্ডের মূলঘাতক আলী হাসান (২৫)সহ তার দুইসহযোগী কামরুজ্জামান (৩৬) ও শরিফুল ইসলাম (৩৮)কে ঝিকরগাছা থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নিহত মাসুম বিল্লার ভ্যান গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘাতকদের একজন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম বুধবার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার জুগিপুকুরিয়া গ্রামের সোহরাব সরদারের ছেলে কামরুজ্জামান ও একই ঠিকানার মৃত মোস্তফার ছেলে শরিফুল ইসলামকে আটক করা হয়।
তাদের দেওয়া স্বীকারোক্তিতে নিহতের ভ্যান উদ্ধারসহ হত্যাকাণ্ডের মূলঘাতক আলী হাসানকে শার্শা উপজেলার উলাসী কুচিয়ামোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য ভ্যানচালক মাসুম বিল্লাহ গত ৬অক্টোবর শার্শা এলাকা থেকে ভ্যানসহ নিখোঁজ হন। অতঃপর তার পিতা আজিজ খান শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে গত ১০অক্টোবর ঝিকরগাছা থানার পুলিশ গ্রামবাসীর মাধ্যমে খবর পান উপজেলার নির্বাসখেলা ইউনিয়নের বাইশা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে অর্ধগলিত লাশ পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার ও আলামত জব্দ করে। খবর পেয়ে নিহতের হতভাগা বাবা আজিজ খান তার ছেলের পরিহিত ট্রাউজার, গেঞ্জি ও সেন্ডেল দেখে লাশ শনাক্ত করেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.