
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা ও এনজিও বিষয়ক পৃথকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার( ভুমি )ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোঃ শাহ্ আলম, ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ অলিয়ার রহমান, কামরুজ্জামান, আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, আকরাম হোসেন, শফিকুল ইসলাম প্রমূখ।
পরে একই স্থানে উপজেলা এনজিও বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন, সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, নুরুল আমীন মুকুল, শুভাস ভক্ত বাবুল, মনিরুজ্জামান মনির, শহিদুল ইসলাম শহীদসহ উপজেলার সকল এনজিও’র পরিচালক ও নির্বাহী পরিচালকগণ। পরে এনজিও শিশু নিলয় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন দেখান।