
ঝিকরগাছা ( যশোর) প্রতিনিধি। ঝিকরগাছার পল্লীতে পারিবারিক কলহের জেরে নাতিজামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামের এক নানা শ্বশুর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার পানিসারা ইউনিয়নের নিলকন্ঠনগর গ্রামে।
জানাগেছে, তুচ্ছ ঘটনায় পারিবারিক কলহের জেরে নাতিজামাই যশোর সদরের মোহন মোল্লা তার নানা শ্বশুরকে নিজের হাতে থাকা ছুরি দিয়ে সজোরে আঘাত করলে মারাত্বক ভাবে জখম হয়। একই সময় মোহন মোল্লা ও তার সহযোগি আহম্মদ আলী তার শাশুড়িসহ পরিবারের আরও ৪জনকে আঘাত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নানা শ্বশুর মহিউদ্দিনের অবস্থা আশংকাজনকত হতওয়ায় তাকে ঢাকায় রেপার্ড করে। ঢাকায় যাওয়ার পথে তার মহিউদ্দিন নিহত হয়।
এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ঘাতক নাতিজামাই মোহন মোল্লা ও তার সহযোগি আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপাদ করেছে।এঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃদের বুধবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন।