
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতী সন্তান সারোয়ার জাহান সাকী যুক্তরাজ্যের বার-অ্যাট-ল (Barrister-at-Law) সম্পন্ন করেছেন। তাঁর এই সাফল্যে আনন্দে ভাসছে পুরো মধ্যনগরবাসী। ব্যারিস্টারি সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকসহ নানান মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান। বুধবার দুপুরে মধ্যনগর সারা বাজারে শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
সারোয়ার জাহান সাকী ২০১৯ সালে যুক্তরাজ্যের Hertfordshire বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (LLB) পড়াশোনা শেষে যুক্তরাজ্যের BPP বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত Lincoln Inn থেকে সম্প্রতি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। তিনি মধ্যনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আব্দুল হাই মিয়ার বড় নাতি ও মরহুম মোহাম্মদ শাহজাহান মিয়ার বড় ছেলে।
উল্লেখ্য যে সরোয়ার জাহান সাকী ২০০৬ সালে ঢাকা সিটি কলেজ থেকে HSC সম্পন্ন করেন এবং ২০০৭/৮ session-এ ইংরেজি সাহিত্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৯ সালে আইন পড়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পাড়ি জামান। তিনি এখন পরিবার নিয়ে যুক্তরাজ্যের Bedfordshire-এ বসবাস করছেন।
তাঁর ব্যারিস্টার হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। মধ্যনগর বাজারের ব্যবসায়ী মো.মুখলেছ মিয়া বলেন,“আমাদের এলাকার একজন তরুণ আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন করেছেন এটা আমাদের গর্বের বিষয়। আমরা আশা করি তিনি দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
শিক্ষক রাশিদ আলম বলেন, “সারোয়ার জাহান সাকীর এই অসাধারণ সাফল্যে আমরা সত্যিই গর্বিত। তার পরিশ্রম, মেধা ও নিষ্ঠা আজ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।”
তাঁর মতো মেধাবী তরুণেরা বিদেশে শিক্ষালাভ শেষে দেশে ফিরে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে তা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা মত ব্যাক্ত করেন।
ব্যারিস্টার সারোয়ার জাহান সাকী বলেন,“আলহামদুলিল্লাহ, এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার পরিবার, কাছের আত্মীয়-স্বজন,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই— যাদের দোয়া ও সহায়তায় আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।আমি বিশ্বাস করি, পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি। আগামীতেও আমি আমার জ্ঞান ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। আমার জন্মভূমি মধ্যনগরসহ দেশের জন্য কিছু করতে পারলে সেটিই হবে আমার প্রকৃত অর্জন।”