
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানা (২১) এর লাশ ৫দিন পর উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর নেতৃত্বে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থান আফিল মুরগী ফার্মের (গা-ঘেষে) রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন, এদিন বিকালে খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ভ্যানচালক মাসুদ রানার পিতা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ নিজের ছেলের লাশ সনাক্ত করে বলেন, গত সোমবার (০৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ভ্যানসহ নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় জিডি করা হয়েছিল। ভ্যানের জন্য তার ছেলেকে নিজের ভ্যানের দড়ি দিয়ে ফাঁসদিয়ে দূবৃত্বরা হত্যা করেছে বলেও জানান তিনি। তবে আফিল পোল্টী ফার্মের মত এতবড় একটা কোম্পানীর মেইনগেটে সিসি ক্যামেরা না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।