
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিকরগাছায় বর্ণাঢ্যর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বিকাল ৪টায় স্থানীয় সোনালী মার্কেট চত্বরে র্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান মধু ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য আল মামুন, ঝিকরগাছা পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, জাহিদ হাসান ব্যারেষ্টারসহ উপজেলা, পৌর ও ১১ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন