
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়ন পরিষদ ভবনটি এখন যেন ভাঙাচোরা ইতিহাসের জীবন্ত সাক্ষী। বছরজুড়ে বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতিদিনই পড়তে হয় নানা দুর্ভোগে।একদিকে জরাজীর্ণ ভবন,অন্যদিকে গাদাগাদি করে চলে দুটি দপ্তরের কার্যক্রম। নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ ভবন হওয়া সত্ত্বেও ইউনিয়ন পরিষদ ভবনে বছরের পর বছর ধরে চালানো হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। নতুন ভবন নির্মাণের দাবিটি দীর্ঘদিনের হলেও এই এলাকার মানুষের প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। বর্ষা মৌসুমে ছাদ থেকে পানি ঝরে অফিস কার্যক্রম ব্যাহত হয়। টয়লেট, পানি ও বিদ্যুৎ ব্যবস্থার অবস্থাও শোচনীয়। জানালা-দরজার গ্রিলেও মরিচা ধরেছে, অফিসের নথিপত্র রক্ষায় চরম ঝুঁকি তৈরি হয়েছে।
পরিষদ সদস্য – মোকছেদুল মমিন বলেন, বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি। অপরদিকে, সীমিত জায়গায় কর্মচারী ও সেবাপ্রার্থী মিলিয়ে প্রতিদিনই ভিড় লেগে থাকে, ফলে সেবা গ্রহণের পরিবেশও নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো.মিলন বলেন, “সরকারি সেবা নিতে এসে আমরা ভোগান্তিই পাই। ভবনটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।”
এ অবস্থার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তাৎক্ষণিক সংস্কারের দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী। তাদের প্রত্যাশা, একটি আধুনিক ও নিরাপদ ভবনে তারা খুব শিগগিরই সেবা পাবেন।