
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার বাঁকড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষন ও কিশোরীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঝিকরগাছা উপজেলা শাখা কর্তক দরিদ্র মহিলাদের জন্য সমন্মিত পল্লী উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি’র উপ-সচিব মোঃ রফিকুল ইসলাম (স্থানীয় সরকার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল আলিম, জাহানারা খাতুন, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম প্রমুখ।