1. admin@sotterdorpon24.com : admin :
  2. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসী র মানববন্ধন অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসী র মানববন্ধন অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসী র মানববন্ধন অনুষ্ঠিত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View
ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসী র মানববন্ধন অনুষ্ঠিত 

ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসী র মানববন্ধন অনুষ্ঠিত 

ঝিকরগাছা যশোর প্রতিনিধি।যশোরের ঝিকরগাছার পল্লীতে চলাচালের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে,সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের উত্তর দেউলি গ্রামে। জানাগেছে, ব্রিটিশ শাসন আমল থেকে  উক্ত রাস্তা দিয়ে গ্রামবাসি চলাচল করে আসছে। হঠাৎ করে গত রবিবার (২৮ সেপ্টেম্বর )সকালে একই গ্রামের মৃত-বারিক সরদারের ছেলে মোবারক সরদার (রাস্তাটি) নিজের জমির উপর দাবি করে বাঁশ পুঁতে দখল করে নেয়। এই ঘটনারপ্রতিবাদে এদিন সকালে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আমির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।। এসময় দূ’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। এ বিষয়েজানতে চাইলে সাবেক ইউপি সদস্য আমির হোসেনসহ মানববন্ধনে অংশ গ্রহণকারি ফারুক হোসেন, জালাল উদ্দিন, আজগর আলী, মোশলেম গাজী, মাওলা ব্যাপারী, কামাল হোসেন, শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, গৃহবধু হাজিরা খাতুন, নুরজাহানসহ অন্যরা দাবি করেন, তাদের বাবা-দাদারাও এই রাস্তা দিয়ে চলাচল করেছে। কেউ কখনো রাস্তা দাবি করেননি। অথচ দীর্ঘদিন পর মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম রাস্তাটি নিজেদের বাদি করে দখলের চেষ্টা করছেন। জানতে চাইলে মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম বলেন, তারা তাদের নিজস্ব জমি বাশ দিয়ে ঘিরেছেন। ম্যাপের রাস্তার উপর প্রতিবেশি মৃত আবুল কাশেম আলীর ছেলে আব্দুর রহিম গোয়ালঘর ও প্রচীর দিয়ে দখলে রেখেছে বলে গ্রামবাসী জানান।  ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এর নির্দেশে  নাভারন ইউনিয়নের নায়েব ঘটনাস্থলে গিয়ে  রাস্তার উপরে বাঁশ পোতা অপসারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD